মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

ফিরে দেখাঃ প্রথম অনুষ্ঠান

দেখে নিই আমাদের শুরুর দিনটার কয়েকটা ছবি ! সবাই ভালো থাকুন বন্ধুরা ! গল্পে থাকুন , কবিতায় থাকুন, ছবিতে থাকুন, নাটকে থাকুন, রংতুলিতে রাঙিয়ে নিন নিজের মনের ক্যানভাস !



দূরদর্শণের ক্যামেরায় আমাদের গল্পপাঠ চলছিল গ্যালারিতে।


  সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় সেদিনের প্রধান অতিথি ছিলেন। তাঁকে বরণ করে নিচ্ছেন চিত্রশিল্পী নিলয় বিশ্বাস। উপহার তুলে দিচ্ছে ছোট্ট মেহুল। 


অনুষ্ঠানের পর অতিথিদের চায়ের আপ্যায়ন এবং সাথে গল্পকারদের গোল গল্প  




   "বেহালা ফাইন আর্টস সোশ্যাইটি" ১৮ বছরের পুরোণো একটি শিল্পী সংসদ। গল্প বৈঠকের প্রথম অনুষ্ঠানটি তাঁদের আমন্ত্রণে । আমরা কিছু গল্পকার একত্র হয়ে গল্পপাঠের একটি ছুটির দুপুরে সামিল হয়েছিলাম ১৩ই মার্চ, ২০১৬। স্থান ছিল একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল আর্ট গ্যালারী, দুপুরবেলা। অনুষ্ঠান উদ্বোধন করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক শ্রী তপন বন্দ্যোপাধ্যায় । এধরণের অত্যন্ত ঘরোয়া গল্পপাঠ কলকাতায় সম্ভবতঃ প্রথম। ভবিষ্যতে আমরা এই শিল্পীদের প্রদর্শনীর সঙ্গে জড়িত হয়ে শহর কলকাতার বুকে আরো এমন অনুষ্ঠান করব এই আশা রাখি।একাডেমীতে বেহালা ফাইন আর্টস সোশ্যাইটির সকলের সাথে আলাপচারিতার ফাঁকে ফাঁকে সেন্ট্রাল আর্ট গ্যালারীতে দৃষ্টিনন্দন সব তৈলচিত্র আর অনবদ্য স্থাপত্যের আনাচকানাচ পরখ করা আর সেই সাথে রবিবারের গল্পবৈঠক জমে উঠেছিল কলকাতা দূরদর্শনের জনপ্রিয় অনুষ্ঠান "ক্যামেরা চলছের" ক্যামেরায়। গত ১৩ই মার্চ ২০১৬র  সুন্দর অনুষ্ঠানটি পুণ্যভূমি একাডেমীতে করতে পেরে আমরা আপ্লুত । সেটি উপস্থিত মানুষজন গ্রহণও করেছেন ভালবেসে। সেটাই আমাদের পাথেয়।