![]() |
ছবিঃ নিলয় কান্তি বিশ্বাস |
এ বছর (২০১৬) মার্চ মাস নাগাদ অনুজ প্রতিম চিত্রশিল্পী বন্ধু নিলয় কান্তি বিশ্বাস ও লেখক দিদি শ্রীমতি ইন্দিরা মুখোপাধ্যায়ের আহ্বানে ‘গল্প বৈঠকে’র বীজ বপনে আগ্রহী হই এই অধম অয়ন চৌধুরী । কিছুদূর কথা এগোয় । শিল্প সাহিত্য বিষয়ে তিনজনের কিঞ্চিত অভিজ্ঞতা ছিল ঠিকই । কিন্তু রেস্ত ? কোনও স্পনসর নেই, নেই সে অর্থে পৃষ্ঠোপোষক । আর টাকা দিতে এলেই হাত পেতে নিতে হবে তার তো মানে নেই । বিশেষ করে যতক্ষণ না নিজেদের প্রমাণ করতে পারছি সবার সামনে । তবে আমরা একা ছিলাম না সব সময় অগ্রজ প্রতিম লেখক বন্ধু শ্রী রজতশুভ্র ব্যানার্জী সাথে ছিলেন। একান্তে উত্সাহ দিচ্ছিলেন অগ্রজ প্রতিম ব্লগার, অধ্যাপক পৃথ্বিশ মুখোপাধ্যায় ।
এমন দিনও গেছে আমরা নোংরা সিঁড়ির ধুলো ঝেড়ে প্রথম মহড়া দিয়েছি দক্ষিণাপনের চত্তরে । সেদিন সাথে ছিলেন আরও দুজন, কবি ও লেখক শ্রীমতি নিবেদিতা ঘোষ মার্জিত ও গল্পকার শ্রী অতনু প্রজ্ঞান বন্দ্যোপাধ্যায় ।
কিছু একটা গড়ে তোলার পর, সে সম্বন্ধে মানুষের আগ্রহ, প্রতিক্রিয়া এবং অবশ্যই মতামতের ওপর নজর চলে আসে মূল কারীগরদের । এটা ঠিক না ভুল তা বিচার্য বিষয় হতে পারে কিন্তু অনস্বীকার্য ।
এই অবধি পড়ে যাঁরা ভাবছেন আমাদের দু:খবিলাস শুনে আপনাদের লাভ কী, তাঁদের বলি এটি দু:খ বিলাস নয়, এটি আমাদের পথের পাঁচালী । সূচনা পর্ব থেকেই আমাদের একটি ইচ্ছে আছে ।
অন্যান্যদের মত ‘আম্মো পারি গপ্পো বলতে’দের দলে ‘গল্প বৈঠক’ নাম লেখাবে না । সে নির্বাচিত যোগ্যতমদের জন্যও যথা সাধ্য করবে । যোগ্যতম শব্দটি এখানে তাত্পর্যপূর্ণ । কারণ দর্শক স্টেডিয়ামে নেমে ফুটবল খেলা শুরু করলে তো আর সেথা ফুটবল ম্যাচ হয় না । ফুটবল ম্যাচে থাকেন দুই দলের বাছাই করা বাইশ জন । অনেকে সাইড লাইনে অপেক্ষা করেন । কিন্তু ম্যাচটি উপভোগ করেন সবাই মিলেই । গল্প বৈঠকে এসে গলা ফাটান, হাত তালি দিন, এক সাথে খাবার খান, উত্সাহিত করুন মঞ্চের মানুষদের ।
যোগ্যতমদের নির্বাচনে আমাদের কিছু সূচকের সাহায্য নিতেই হয় । তাতে বিচার্য থাকে আপনি গল্প বৈঠকে কতটা উত্সাহি । নিয়মিত যোগাযোগ রাখেন কিনা আমাদের সাথে । সাহিত্যে আপনার অনুরাগ কতটা । আপনি জোর করে লিখিয়ে হয়েছেন নাকি সহজাত প্রতিভা । আপনার ব্যক্তিত্ব ইত্যাদি ইত্যাদি ।
এই সূচকগুলো দর্শক শ্রোতা ও সাধারণ মানুষদের সাথে আলোচনা করেই আমরা অন্তর্ভূক্ত করি ও করব । এবং মূল মঞ্চে কারা যাবেন তার তালিকাটি প্রতি অনুষ্ঠানের আগে আমরাই তৈরি করি।
কোন রকম ব্যক্তিগত ধরাধরি এখানে অযোগ্যতার পরিচয় হয়ে উঠতে পারে ।
গল্প বৈঠকের পরিচালন পদ্ধতিতে দর্শক শ্রোতা ও অংশগ্রহণকারী বন্ধুদের থেকে যেটা আমাদের প্রথম আশা ও বিচার্য তা হল আপনাদের 'উপস্থিতি', 'উত্সাহ' আর 'উপযোগিতা' এই তিনটি ‘উ’ যেন সবার মধ্যে বজায় থাকে ।
ধন্যবাদ!
২৭শে আগস্ট , ২০১৬