কে ?


কার মস্তিষ্ক প্রসূত? 

স্বাভাবিক ভাবেই চিত্রশিল্পী নিলয়কান্তি বিশ্বাস, সোশ্যাল নেট এক্সপার্ট, ফোটোগ্রাফার, সঞ্চালক, লেখক অয়ন চৌধুরী এবং লেখক, ব্লগার ইন্দিরা মুখোপাধ্যায় এর মাথায় আসে ভাবনাটি। এবং তা থেকেই বীজ বপন শুরু এই  ছোটগল্প পাঠ অনুষ্ঠানের যার নাম গল্পবৈঠক।
আর আমরা এই তিনজনেই লেখক ও গল্পকার বন্ধুদের প্রতিমাসে ডেকে নেবার চেষ্টা করি আমাদের গল্প বৈঠকের অনুষ্ঠানে।  

কিভাবে ? 

আমরা বহুস্থানে উপস্থিত হয়ে দেখেছি গল্পপাঠের মাত্রাটি সবসময় মনোগ্রাহী হয়না। সেক্ষেত্রে অনুষ্ঠানটির সম্পূর্ণ মান অত্যন্ত নিম্নমুখী হয়ে যায়। অনেকেরি হয়ত বাচিকশিল্পীর ট্রেনিং থাকেনা। ফলে স্বর প্রক্ষেপণ ইত্যাদি ব্যাপারগুলি মাথায় রাখতে হয়। কিন্তু নিজের রচনার গল্পটি ঠিক কেমনভাবে পড়লে লেখকের সৃষ্ট চরিত্রগুলি মাত্রা পাবে সেটা লেখক ছাড়া আর কেউ বুঝবেননা। তাই প্রথমেই জানাই গল্পপাঠের উপযোগী গল্পটি যেন পাঠ যোগ্য হয়  এবং সীমিত সময়সীমার মধ্যে নির্ধারিত শব্দসংখ্যায় রচিত গল্পটি অত্যন্ত পরিশীলিত ভাবে পাঠ করতে হবে....এটাই হল গল্পবৈঠকের প্রথম criteria। যাঁরা অংশ নিতে চান তাঁরা তাদের গল্প থেকে ৪-৫ মিনিটের একটি অডিও রেকর্ড করে গল্পবৈঠকের ফেসবুক পেজে মেসেজ করুন। মনোনীত হলে আমরাই ডেকে নেব আপনাকে। আর শুরু হয়ে যাবে আপনার পথচলা।