কোথায় ?

ইতিমধ্যে আমাদের নিয়মিত গল্প পাঠের অনুষ্ঠানটি বেশ কয়েকবার হৈ চৈ ফেলে দিয়েছে। 



দক্ষিণ কলকাতা শরতসমিতির আয়োজনে শরতচন্দ্রের দক্ষিণ কলকাতার বাসভবনে "গল্পবৈঠকের" ষষ্ঠতম ছোটগল্প পাঠ অনুষ্ঠান হয়েছিল দুর্গা পুজোর ঠিক আগেই ।

শীতকালীন বৈঠক
 গল্পবৈঠক তরতরিয়ে চলছে। পূর্ণ গতির ৭ম  বৈঠক এবার বসেছিল ১০ইডিসেম্বর , ২০১৬ শাশ্বতী সরকারের বাড়ি।  আমাদের স্বরচিত গল্প পাঠ করার উদ্দেশ্য তো বেশ কটিঃ 

সাহিত্যের ধারা কেমন চলছে তা জানা ও জানানো তো বটেই, সেই সঙ্গে ডিমনিটাইজেশন থেকে নেড়ুদা কিংবা কিউবার ত্রিমিন্যিও, সামাজিক সচেতনতা থেকে বধূ নির্যাতন, অমানবিক বন্ধুত্ব থেকে বর্তমান সাহিত্যের ধারা  ইত্যাদির সম্বন্ধে কে কি ভাবছি তা শোনা গেল। ইন্দিরাদি, মহাশ্বেতা, বুবুন, গার্গী, নিবেদিতা, ভাস্বতী, সোনালি, পূর্বা, শাশ্বতী, কৃষ্ণাদি ও আমি তো ছিলামই , সেই সঙ্গে আমাদের বৈঠক এ রজত শুভ্র দা কিংবা অতনু প্রজ্ঞান ও সমান তালেই সঙ্গত করে গেলেন। উদ্বোধন হল আমাদের গল্পবৈঠক ওয়েবসাইট টির। কেক কেটে উদ্বোধন করলেন ইন্দিরা মুখোপাধ্যায়।
http://www.golpoboithok.tk
নিপুণ ও আন্তরিক আতিথেয়তার জন্য অনেক ভালবাসা জানাই যতীন ও শাশ্বতী সরকার ও তাদের ফুটফুটে মেয়েদুটিকে।
এমনি করে উজান বেয়ে চলুক ইন্দিরা মুখোপাধ্যায়ের আহবানে চলা গল্প বৈঠক।

জয়া চৌধুরী