শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

গল্প বৈঠক - কিছু কথা, কিছু ছবি এপিজে সাহিত্য উৎসব মঞ্চে সোশ্যাল মিডিয়ায় সাহিত্য চর্চা নিয়ে আলোচনায়





শহরের আনাচেকানাচে এবং বাঁকুড়া, বীরভূম এবং হুগলী জেলার পর, রবীন্দ্র সরোবর থেকে বিভিন্ন ক্যাফে, মন্দির প্রাঙ্গণ থেকে লেখকের বাড়ি, ছাদ বাগান থেকে একাডেমি অফ ফাইন আর্টস, শরতসমিতি থেকে এবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আজ গল্প বৈঠক এর ৩৫ তম অনুষ্ঠান। ধন্যবাদ এপিজে বাংলা সাহিত্য উৎসবের কর্ম কর্তা দের। আমরা টানটান গল্প লিখি ও পাঠ করি। সেটাই আমাদের পরিচয়।

চারবছর ধরে গল্প বৈঠক নিয়ে পথচলা, সোশ্যাল মিডিয়ায় সাহিত্য consumption & creation, গল্প লেখকদের সঙ্গে সংযোগ এবং নেট ওয়ার্ক তৈরী, কমেন্ট এবং ক্রিটিসিসম সয়েও survival of the fittest আমাদের গল্প বৈঠক। এখন একটা নিকট বন্ধুবৃত্ত বা circle of trust এর ওপর দাঁড়িয়ে আছে গল্প বৈঠক। আজ তার স্বীকৃতি দিল এপিজে বাংলা সাহিত্য উৎসব।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন