বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

প্রাক পুজো গল্পপাঠ

দক্ষিণ কলকাতা শরতসমিতির আয়োজনে শরতচন্দ্রের বাসভবনে "গল্পবৈঠকের" ষষ্ঠতম ছোটগল্প পাঠ অনুষ্ঠান হয়েছিল দুর্গা পুজোর ঠিক আগেই । শরতচন্দ্রের জন্মমাস তাই গল্পের বিষয় ছিল "মেয়েদের গল্প"। আর স্বরচিত গল্পপাঠ করলেন পাঁচজন বর্তমান প্রজন্মের লেখক আর দু'জন অনুবাদ গল্প পড়লেন। সমবেত উদ্বোধনী সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হল আর সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন বুবুন চট্টোপাধ্যায়। সাহিত্যিক কণা বসু মিশ্র সাহিত্য নিয়ে, গল্প নিয়ে স্মৃতিচারণা করলেন খুব সাবলীলভাবে। আর বর্তমান প্রজন্মের লেখক তৃষ্ণা বসাক সুন্দর আলোচনা করলেন বাংলা ছোটগল্পের সেকাল ও একাল নিয়ে। একক সংগীতে সঞ্চারী চক্রবর্তী বেশ দক্ষতার পরিচয় দিলেন তাঁর মিষ্টি কন্ঠস্বর নিয়ে। গল্পের ফাঁকে ফাঁকে গান আর সবশেষে সমবেত সংগীতে বেশ আনন্দ মুখর হয়ে উঠল পুরো সন্ধ্যেটা। শরতবাবুর বাসভবন ভর্তি ছিল মানুষের সমাগমে। সেটাই গল্পবৈঠকের পরম প্রাপ্তি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন