বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

বর্ষ বরণের গল্পপাঠ

বাংলা নতুন বছর ১৪২৩ এর সূচনায়  বাংলাভাষার অনুরাগীদের জমায়েত, আড্ডা, হৈ হৈ আর সেই সঙ্গে স্বরচিত অণুগল্প পাঠ অনুষ্ঠান এর মধ্যে দিয়ে "গল্পবৈঠকের" বর্ষবরণ এবং সেই সাথে ই-প্যাপিরাস প্রকাশ হয়েছিল। গরম কোথা দিয়ে উধাও সেই সন্ধ্যেবেলায়। নানান স্বাদের গল্প শোনা হল। উপস্থিত ছিলাম আমরা সকলে। অয়ন চৌধুরীর সঞ্চালনা প্রশংসার দাবী রাখে। স্বরচিত গল্পপাঠে সকলেই বেশ সাবলীলতার পরিচয় দিলেন । সুদূর সাওপাওলো থেকে হাজির রন্ধন পটীয়সী, ব্লগার চৈতালি চ্যাটার্জী তার সদ্য প্রকাশিত ভ্রমণকথা পাঠ করে শোনালো। গরম কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি আমরা। ইচ্ছামতী ই-পত্রিকার সম্পাদক ও ওয়েব ডিজাইনার মহাশ্বেতা রায় উপস্থিত ছিলেন । এরা অনেকেই প্যাপিরাস ই-পত্রিকার লেখক। তাদের সামনেই ডিজিটাল প্যাপিরাস পত্রিকার প্রকাশ অনুষ্ঠান হল যথাসময়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন